ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

সংশোধনের পর ইপিএস-এনএভি বাড়ল এস্কয়ার নিটের

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট ৩০জুন, ২০২৪ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস-এনএভি দুটোই বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির কনসুলেটেড ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। আগে কোম্পানিটি ৩৯ পয়সা ইপিএস ঘোষণা করেছিল।

৩০ জুন,২৪ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৬৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৯ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

আলোচ্য সময়ে কোম্পানিটির কনসুলেটেড এনওসিএফপিএস দাড়িয়েছে মাইনাস ৯ টাকা ৬৭ পয়সা। সংশোধনের আগে মাইনাস ৯ টাকা ৪৬ পয়সা ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন