ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

প্রথম প্রান্তিকে পদ্মা অয়েলের আয় বেড়েছে ৩৭.১২%

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় ৩ টাকা ৪৩ পয়সা বা ৩৭.১২ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে পদ্মা অয়েলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯ টাকা ২৪ পয়সা।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ২৩ পয়সা।

নাম পরিবর্তন

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিবর্তে ‘পদ্মা অয়েল পিএলসি’ নাম রাখবে।

কোম্পানিটি নাম পারিবর্তনের জন্য সংঘস্বরক পরিবর্তন করবে। এজন্য আগামী ১১ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন