ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন

একদিনেই বড়  লাফ বিএসসির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) । আজ ডিএসইতে কোম্পানিটির সর্বোচ্চ ২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শুধু লেনদেনেই না, দর বৃদ্ধিতেও আজ শেয়ারটি বড় লাফ দিয়েছে। একদিনেই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে ১৯.২০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিএসসি ৬ হাজার ৬৬৭ বারে ৩৬ লাখ ১৬ হাজার ৫৮২টি শেয়ার লেনদেন করে।

এদিকে শেয়ারটি আজ ১৩ টাকা বা ১৯.২০ শতাংশ দর বেড়ে টপেটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন শেয়ারটির দর ৭০ টাকা থেকে ৮২ টাকা পরযন্ত উঠানামা করে।

উল্লেখ্য, এ ক্যাটাগরির কোম্পানিটি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সাথে কোম্পানিটির প্রথম প্রান্তিকের মুনাফায় বড় উত্থান হয়েছে। বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২ টাকা ৬২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল  ৩ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির মুনাফায় এমন উত্থানের খবরে আজ শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন