ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২২ অপরাহ্ন

সূচকের বড় উত্থানে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭৩টি বা ৯৩ শতাংশ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ১৪৭.৫১ পয়েন্ট।

আজ দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। বুধবার ডিএসইতে ৪৯. ৮৩ শতাংশ লেনদেন বেড়ে ৫০০ কোটির ঘর অতিক্রম করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭.৫১ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে ৫ হাজার ১৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫৭.৫৮  পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭৩টির, দর কমেছে ১৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৯টির।

এদিকে বুধবার ডিএসইতে ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গত ১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ডিএসইতে ৫০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭২ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩০ পয়েন্ট।

সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৭৫টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ৬ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন