শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানি দুইটি পর পর দুই বছর লভ্যাংশ ঘোষণা না করায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- দ্যা পেনিনসুলা চিটাগং ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ২৯ অক্টোবর থেকে কোম্পানি দুইটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে শেয়ারবাজাররে।
জানা গেছে, পেনিনসুলা চিটাগং ৩০ জুন,২৪ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানি লোকসান করেছে ১ টাকা ৪ পয়সা।

অন্যদিকে মেট্রো স্পিনিংও চলতি বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৭ টাকা ৪৮ পয়সা।
উল্লেখ্য, ২০২৩ সালেও কোম্পানি দুইটি লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।