ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

পতনের বাজারেও ভাগ্যবান ন্যাশনাল লাইফ

বিরতিহীন পতনের বাজারেও যেন ভাগ্য খুলেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতন হলেও জীবন বীমা খাতের বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ন্যাশনাল লাইফ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জীবন বীমা খাতের কোম্পানিটি সোমবার ৯.৯৭ শতাংশ বা ১০ টাকা ১০ পয়সা দর বেড়ে সর্বশেষ ১১১ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।

এদিন কোম্পানিটির শেয়ার ১১০ টাকা দরে লেনদেন শুরু করে। গত ১ বছরে শেয়ারটির দর ৮৮ টাকা ৯০ পয়সা থেকে ১৭৯ টাকা পরযন্ত বৃদ্ধি পায়।

আজ কোম্পানিটি ৪৩৩ বারে ৭১ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৭ লাখ ৭০ হাজার টাকা।

এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও রয়েছে ২৩.৯৫ পয়েন্ট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন