শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা বিগত ৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির। তবে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ বাড়লেও শেয়ার দরে তার কোন প্রভাব পড়েনি। বৃহস্পতিবার উল্টো কোম্পানিটির দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির মুনাফা বৃদ্ধি পাওয়ায় রেকর্ড পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ১১ টাকা করে লভ্যাংশ পাবে। আলোচ্য বছরে কোম্পানিটির সব খরচ ও কর বাদ দেয়ার পর মুনাফা হয়েছে ২ হাজার ৯৩ কোটি টাকা। আগের বছর এই মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৮৯৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে স্কয়ার ফার্মার মুনাফা ১৯৫ কোটি টাকা বা ১০ শতাংশের বেশি বেড়েছে।
চলতি বছরে কোম্পানিটির ইপিএস দাড়িয়েছে ২৩ টাকা ৬১ পয়সা। যা আগের বছরে ছিল ২১ টাকা ৪১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
স্কয়ার ফার্মার মুনাফায় এমন প্রবৃদ্ধি থাকলেও শেয়ার দরে তার কোন প্রভাব নেই। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারটির দর ৭ টাকা বা ৩.১২ শতাংশ কমেছে। ওইদিন শেয়ারটি সর্বশেষ ২১৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

বৃহস্পতিবার কোম্পানিটি ৩ লাখ ৯১ হাজার ৯৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৭ লাখ টাকা।
উল্লেখ্য, বর্তমানে স্কয়ার ফার্মার পিই রেশিও রয়েছে ৯.২১ পয়েন্ট। কোম্পানিটি ২০২২ সালে ১০০ শতাংশ, ২০২৩ সালে ১০৫ শতাংশ এবং ২০২৪ সালে কোম্পানিটির লভ্যাংশ ১১০ শতাংশে উন্নীত হয়।