সমাপ্ত সপ্তাহে (২০-২৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৩৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি সিসস্টেম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৩ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ২.৯৮ শতাংশ, গ্রামীণফোন ২.৮১ শতাংশ, ব্রাক ব্যাক ২.৬২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ২.৫০ শতাংশ, ইসলামী ব্যাংক ২.৪৩ শতাংশ, ইবনে সিনা ২.৩৬ শতাংশ ও ফারইস্ট নিটিং ১১.৪০ শতাংশ লেনদেন হয়েছে।