পুঁজিবাজারের মন্দাভাব যেন কোনভাবেই কাটছে না। আরো একটি সপ্তাহ দরপতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এই সময়ে লেনদেন কিছুটা বাড়লেও নেতিবাচক প্রভাব রয়েছে বাজার মূলধনে। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ১২ হাজার কোটি টাকার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ বা ১২ হাজার ২৯৭ কোটি ৯১ লাখ টাকা।
তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭২ কোটি ২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২১ কোটি ৪০ লাখ টাকর লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪৩ দশমিক ৩৮ পয়েন্ট বা ২ দশমিক ৭৩ শতাংশ কমে ৫ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৭টির এবং অপরবর্তিত রয়েছে ৩০৬টির।