ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:২২ অপরাহ্ন

জেএমআই হসপিটালের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

জেএমআই হসপিটালের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেকচারিং লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৪১ পয়সা থেকে কিছুটা কম। ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন