ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পক্ষ থেকে পক্ষকালব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন, এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশনের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন জোনের প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, “আধুনিক ফিনটেক দুনিয়ায় সাইবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকদের প্রযুক্তিগত সেবা প্রদানে ব্যাংকের সকল ইউনিটকে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, গ্রাহকের পাসওয়ার্ড, ওটিপি, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিং সম্পর্কিত ঝুঁকি সনাক্তকরণ ও প্রতিরোধে সুরক্ষিত সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।
তিনি গ্রাহকদের সতর্ক করে বলেন, “ব্যাংক কখনোই ফোন করে গ্রাহকের ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। প্রতারক চক্র লটারির প্রলোভন দিয়ে গ্রাহকের তথ্য সংগ্রহ করে তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে।” এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সচেতন করার জন্য কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান তিনি।
