ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

ডিএসইতে লেনদেন ৩০০ কোটির নিচে

পুঁজিবাজারে মন্দাভাব যেন কোনভাবেই থামছে না। আজ বুধবারও দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমেছে। আজ ডিএসইর টাকার অংকে লেনদেনও ৩০০ কোটির নিচে অবস্থান করছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমেছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ৩০০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪২টির।

এদিকে বুধবার ডিএসইতে ২৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১ কোটি ৭১ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৬ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট।

সিএসইতে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ১৪২টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

বুধবার সিএসইতে ৭ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,