ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরো তলানিতে নেমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ২৫২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩১৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২ কোটি ৬৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৭ পয়েন্ট।

সিএসইতে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ১১১টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সিএসইতে ৮ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন