দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ২০০টি বা ৫২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার দর।
