শেয়ারবাজারে তালিকাভুক্ত ওসুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যুর আবেদন বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন বাতিল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি প্রতিটি ১০ টাকা করে ৬৪ লাখ সাধারন শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এই শেয়ার উদ্যোক্তা/পরিচালকদের মধ্যে ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়াতে চেয়েছিল কোম্পানিটি।
উল্লেখ্য, বি ক্যাটারির কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল বিনিয়েগকারীদের।
