ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:০৯ পূর্বাহ্ন

১ বছরে বাংলাদেশ ফাইন্যান্সের দর কমেছে ৬৫.০৮%

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্সের বর্তমানে  গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছি লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর কমেছে ৬৫.০৮ শতাংশ।

আমার স্টক ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১ বছরের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৩ টাকা; আর সর্বোচ্চ দর ৪৪ টাকা ১০ পয়সা। সর্বশেষ গত ৯ অক্টোবর কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এই হিসাবে গত ১ বছরে শেয়ারটির দর ২৮ টাকা ৭০ পয়সা বা ৬৫.০৮ শতাংশ কমেছে।

বিডি ফিন্যান্স ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৩ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন