ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের ১৩১ কোটির বেশি শেয়ার ‘লকড-ইন’

পুঁজিবাজারে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের মোট ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার জব্দ বা ‘লকড-ইন’ করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১.৯২ শতাংশ।

ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই শেয়ার জব্দের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৪০ লাখে।। যা ব্যাংকের মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।

গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এস আলমের মালিকানায় থাকা ব্যাংকটির শেয়ার জব্দ করে বিএসইসি।

বিএসইসি’র দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন