ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:০৬ অপরাহ্ন

সর্বোচ্চ দরপতনের তালিকায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। আজ কোম্পানিটির দর ১০ টাকা বা ৭.৬৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির দরপতনের মাধ্যমে আজ সূচক কমেছে ৭.৭৯ পয়েন্ট। এদিন ডিএসইতে শেয়রটির দর ১১৯ টাকা ২০ পয়সা থেকে ১৩০ টাকা ১০ পয়সা পরযন্ত উঠানামা করে।

গত ১ বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৯৮ টাকা ৫০ পয়সা । আর সর্বোচ্চ দর ছিল ২১৮ টাকা ৯০ পয়সা।

টেলিকমিউনিকেশন খাতের কোম্পানিটি বর্তমানে পুঁজিবাজারে এ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটি গত ৫ অক্টোবর ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির লভ্যাংশ-ইপিএস দুটোই কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন