ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

এক নজরে দরপতনের শীর্ষ ১০ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৮৮টির বা ৭২ শতাংশ কোম্পানির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল টি কোম্পানির।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ারটির দর ২০ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২১৫ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরনি ক্যাবলস পিএলসি। আজ শেয়ারটির দর ১০ টাকা বা ৭.৬৭ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি। আজ শেয়ারটির দর ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।

সোমবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – খুলনা প্রিন্টিং ৭.০৭শতাংশ, খান ব্রাদার্স ৭.০২ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ৬.৬০ শতাংশ, জিবিবি পাওয়ার ৬.৫৭ শতাংশ, সোনালী লাইফের ৬.২৮ শতাংশ, রহিমা ফুডের ৬.০৬ শতাংশ ও দেশ গার্মেন্টসের ৬.০৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন