শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের টিবিএল ফুলী রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সংশোধনী করা হয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার পরিবর্তে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার পরিবর্তে ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
এছাড়া ব্যাংকটি জানিয়েছে বন্ড ইস্যু সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এর আগে ব্যাংকটি জানিয়েছিল, ট্রাস্ট ব্যাংক মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
