ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। ডিএসইতে আজ ৪৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগে গত ১৮ আগস্ট ডিএসইতে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, দর কমেছে ২০৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৯টির।

এদিকে রবিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা কম । বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৭ পয়েন্ট।

সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৫টির দর বেড়েছে, কমেছে ১১৪টির আর টির দর অপরিবর্তিত রয়েছে।

রবিবার সিএসইতে ৮ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন