বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক পিএলসি। গত সপ্তাহে ব্যাংকটি ৪৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে মোট লেনদেনের ৭.১২ শতাংশ অবদান রয়েছে ব্রাক ব্যাংকের। সপ্তাহের শেষদিনে ব্রাক ব্যাংকের সর্বশেষ শেয়ার দর ছিল ৫৫ টাকা ১০ পয়সা।
বর্তমানে ব্রাক ব্যাংকের পিই রেশিও রয়েছে ৯.৩৪ পয়েন্ট। সপ্তাহ শেষে ব্যাংকটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪ কোটি ২৬ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভ রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি টাকা।
এ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
