ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

বিএসইসির তদন্তে থাকা ৫ কোম্পানির আর্থিক চিত্র

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বিভিন্ন অনিয়ম ও শেয়ার কারসাজির তথ্য অনুসন্ধান করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পাঁচ সদস্যের এ কমিটি একই সঙ্গে বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ, সোনালী পেপার, রিং শাইন ও একমি পেস্টিসাইডস ল্যাবরেটরিজসহ ১১ কোম্পানি ও বন্ডের তালিকাভুক্তির ক্ষেত্রে অনিয়ম ও কারসাজির বিষয় খতিয়ে দেখবে।

অনুসন্ধান ও তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে তালিকাভুক্ত এই ১১টি কোম্পানি ও বন্ড অনুমোদন সংক্রান্ত বিষয়ে অনিয়ম ও শেয়ার কারসাজির বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সম্প্রতি তদন্তে থাকা ৫ কোম্পানির বর্তমান চিত্র তুলে ধরা হলো-

সোনালী পেপার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস  সংক্রান্ত পুঁজিবাজারে যাবতীয় অনিয়ম ও কারসাজি তদন্ত করা হবে।

২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা দরে লেনদেন হয়। সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৫১০ কোটি ৪৬ লাখ টাকা।

ফরচুন সুজ

পুঁজিবাজারে বিতর্কতি শেয়ার ফরচুন সুজ লিমিটেডের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করবে বিএসইসি।

২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২০ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পুঁজিবাজারে নানা অনিয়মের কারণে গতকাল কোম্পানিটিকে জেড ক্যাটাগরিত স্থান্তর করা হয়েছে। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৭৯ কোটি ৭২ লাখ টাকা।

রিং শাইন টেক্সটাইল

কোম্পানিটির প্রাইভেট ও পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলন ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অতিরঞ্জিত করে বিক্রয় বেশি দেখানো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ স্থানান্তর/পাচার বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করবে কমিশন।

বর্তমানে পুঁজিবাজারে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে রিং শাইন টেক্সটাইল।২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪ টাকা  দরে লেনদেন হচ্ছে। জেড ক্যাটাগরির কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা।

একমি পেস্টিসাইডস

পুঁজিবাজারে ওষুধ খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডও রয়েছে নানা অনিয়ম। কোম্পানিটির যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং আইপিও’র মাধ্যমে উত্তোলিত টাকা থেকে ন্যাশনাল ফাইন্যান্সের ঋণ পরিশোধের অনিয়ম তদন্ত করবে বিএসইসি।

২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, একমি পেস্টিসাইডসের শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হচ্ছে। ২০২১ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সর্বশেষ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মাত্র দশমিক ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ১১২ কোটি ৬৮ লাখ টাকা।

এমারেল্ড অয়েল

এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এ-সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করবে বিএসইসি।

২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, এমারেল্ড অয়েলের শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে। ২০১৪ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। বর্তমানে কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে রয়েছে। ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন