ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার কারসাজিতে জড়িত ব্রাক ইপিএল ও তার কর্মকর্তারা!

সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও শেয়ার কারসাজির অভিযোগে আগস্ট মাসে দেশের সনামধন্য ব্রোকারেজ হাউজ ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজসহ ৯ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ আইন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ হাউজের সিইও আহসানুর রহমান, কমপ্লায়েন্স অফিসার কুমারেশ সাহা, আগ্রাবাদ ব্রাঞ্চ ইনচার্জ এ.জি.এম কায়সার এবং আগ্রাবাদ ব্রাঞ্চ কমপ্লায়েন্স অফিসার এস.এম আরমান হাসানকে সিকিউরিটিজ আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

গত আগস্টে সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, সিনহা সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেড ও প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেড।

জানা গেছে, বিএসইসির কঠোর মনিটরিংয়ের কারণে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির শেয়ার কারসাজির তথ্য উঠে আসে। তবে বিএসইসি বিভিন্ন সময়ে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করলেও উল্লেখিত ৯ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন