ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর বেড়েছে ১১২টি বা ২৮ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সটাইল লিমিটেডের শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে রহিম টেক্সটাইলের শেয়ার দর ১৪ টাকা বা ১০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। সোমবার শেয়ারটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।এদিন শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংক ৯.৪৩ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল ৮.০৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৭.৬৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.২৫ শতাংশ, দেশ গার্মেন্টস ৬.২৭ শতাংশ এবং ঢাকা ব্যাংকের ৬.০৩ শতাংশ দর বেড়েছে।