ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন

ডিএসইতে সূচক বেড়েছে ২৫.৪১ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন সামান্য কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ২৫.৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে।  ডিএসই–৩০ সূচক ১০.৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৩  পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১৬ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, দর কমেছে ২৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির।

এদিকে সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। আজ ডিএসইতে ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৩৪ লাখ টাকা কম । গতকাল লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৩৬টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার সিএসইতে ১১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,