ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

উৎপাদনে ফিরেছে এসকে ট্রিমস

পুঁজিবাজারে বহুল আলোচিত কোম্পানি এসকে ট্রিমসের উৎপাদন ১৪ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ব্যাংক হিসাব সচল হওয়ায় লে-অফ প্রত্যাহার করে উৎপাদন শুরু করেছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গত ৭ সেপ্টেম্বর কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দ করে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক হিসাব জব্দের আদেশ তুলে নেয়।

তবে ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব জ্বদ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।

তবে কোম্পানিটি ৭ জুলাই তাদের উৎপাদন বন্ধ করে দেয়। ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় ২১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদগন কার্যক্রম আবার শুরু হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন