সম্প্রতি শেয়ারবাজারে আলোচিত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষস্থানে রয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮.৫৭ শতাংশ বেড়ে সর্বোচ্চ স্থানে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএসইতে এসকে ট্রিমসের ১ টাকা ৫০ পয়সা দর বেড়ে সর্বশেষ ১৯ টাকায় লেনদেন হয়। আজ কোম্পানিটি ১ হাজার ২০ বারে ১২ লাখ ৩৪ হাজার ২৯৩টি শেয়ার হাতবদল হয়।
উল্লেখ্য, এসকে ট্রিমসের বন্ধ ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২০ অক্টোবর পরযন্ত কোম্পানিটির ব্যাংক হিসাব সচল থাকবে।এই খবরে আজ শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে শেয়ারটি দর বাড়ার সর্বোচ্চ স্থানে রয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করে দেয়।

ব্যাংক হিসাব বন্ধ করার কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামালও আমদানি করতে পারছিল না। ফলে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।