ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের এজিএম ২৮ অক্টোবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ২০২২ অর্থবছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হবে।

আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ অক্টোবর।

পূর্বের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের ২৮ মার্চ কোম্পানিটির এজিএম হওয়ার কথা ছিল। নতুন তারিখ ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন