শেয়ার কারসাজির দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি (পূর্বের নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হয়েছে, শেয়ারের লেনদেনের কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার ফলে ইমাম বাটনের এমডি হাসিব হাসানকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ইমাম বাটন ছিল চট্টগ্রামভিত্তিক ইমাম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি তৈরি পোশাক খাতের বোতাম উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান ছিল। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে শেয়ারবাজারে এটি দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত হয়। একপর্যায়ে হাসিব হাসানসহ তাঁর সহযোগীরা এ শেয়ার লেনদেনের সঙ্গে যুক্ত হন। তাতে হু হু করে বাজারে এটির শেয়ারের দামও বাড়তে থাকে।
