ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:২২ অপরাহ্ন

বুধবার ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ইস্টার্ণ ব্যাংকের

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৪৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংকের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ইস্টার্ণ ব্যাংক ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে সর্বোচ্চ স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ব্লক মার্কেটে ৫৩ লাখ শেয়ার হাতবদল করেছে।আজ কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা থেকে ২৬.৫০ টাকায় উঠানামা করে।

উল্লেখ্য, ব্যাংকিং খাতের এ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৪) কোম্পানিটি কনসুলেটেড ১ টাকা ৩০ পয়সা আয় করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন