দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ৩০.১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে। কমেছে ডিএসই–৩০ সূচক। এই সূচক ১৬.৯১ পয়েন্ট কমে ২ হাজার ৬৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৪৯ পয়েন্ট কমেছে।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৩টির।
এদিকে মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩ কোটি ৯৯ লাখ টাকা কম । রবিবার লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসইতে ১০ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।