ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড ইস্যুতে সংশোধনী

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে সংশোধনী করা হয়েছে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক গত ১২ আগস্ট স্ট্যান্ডার্ড ব্যাংকে উল্লেখিত বন্ড ইস্যু সংক্রান্ত একটি চিঠি ইস্যু করে। কেন্দ্রীয় ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংককে ১ হাজার কোটি টাকার পরিবর্তে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে।

এছাড়া ব্যাংকটি জানিয়েছে বন্ড ইস্যু সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২ মে স্ট্যান্ডার্ড ব্যাংক ১ হাজার কোটি টাকার কুপন বেয়ারিং আনসিকিউরড চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত জানিয়েছিল। বন্ডটি ৭ বছর মেয়াদী। বন্ডটি টিয়ার-২ এর শর্ত পূরণে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন