বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি দরবার শরীফের পক্ষ থেকে গতকাল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় তিনটি আশ্রয় ক্যাম্পে অবস্থানরত প্রায় ১৩০০ জন বন্য দুর্গত সাধারণ মানুষকে খিচুড়ি রান্না করে পরিবেশন করা হয়।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বর্তমান পরিচালক ও কর্ণধার আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব ও তার একমাত্র মুখপাত্র খাজা হযরত বড় চাচামিয়া মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের স্বেচ্ছাসেবী কর্মীরা নিজেরা দুর্গত এলাকায় গিয়ে খিচুড়ি রান্না করে দুর্গতদের মাঝে পরিবেশন করেন।
কর্মীদের সাথে কথা বলে জানা যায় আটরশির পীর আর্তমানবতার সেবা করার জন্য তাদের শিক্ষা দিয়েছেন। ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যাতে আটরশি পীর সারাদেশে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করেছিলেন৷ কর্মীরা বলেন, পীর সাহেবের অমীয় বানী, ” মানুষ হইতে হবে মানুষ যখন।”

তাই সত্যিকারের মানুষ হতে হলে মনুষ্যত্ব বোধ জাগ্রত থাকতে হবে, মনুষ্যত্ব বোধ জাগ্রত না হলে সমাজে রাস্ট্রে শান্তি থাকে না। সূফীবাদ মানবতার সেবায় আত্মনিয়োগ করতে শেকায়। তাই তারা বন্যার্তদের পাশে এসে মানুষের খেদমত করতেছে।