শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন- কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এ নিয়ে উত্তেজনার শেষ নেই।
নির্বাচন নিয়ে বেশির ভাগ জরিপেই দেখা গেছে বাইডেনের সমর্থন বেশি। শেষ সময়ের জরিপেও এগিয়ে থাকতে দেখা গেছে ডেমোক্র্যাট প্রার্থীকে।

রিয়েল ক্লিয়ার পলিটিকস জরিপ অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে ব্যবধান কমে এসেছে।
সোমবারের এই জরিপে দেখা যাচ্ছে, ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের চেয়ে মাত্র ২ দশমিক ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন।
তবে গত কয়েকদিনে বাইডেনের এগিয়ে থাকার ব্যবধান কমেছে। এ সময় ট্রাম্প ও তার পরিবার ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালান।

জাতীয় পর্যায়েও পিছিয়ে আছেন ট্রাম্প। কিছুদিন আগে বাইডেন এগিয়ে ছিলেন প্রায় ৮ পয়েন্টে। তবে সর্বশেষ জরিপে সেই ব্যবধান কিছুটা কমেছে। ব্যবধান এখন ৬ দশমিক ৫ পয়েন্ট।
ফাইভথার্টিএইটের জরিপে দেখা গেছে, ১৫টি ব্যাটলগ্রাউন্ট অঙ্গরাজ্যের ১২টিতেই এগিয়ে রয়েছেন বাইডেন। আর জাতীয়ভাবেও এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ৮ দশমিক ২ পয়েন্টে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ২১ কোটি আমেরিকান ভোট দেবেন। করোনাভাইরাসের কারণে এরই মধ্যে অনেক মানুষ আগাম ভোট দিয়েছেন।
৯ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন। যা ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট থেকে ৭০ শতাংশ বেশি।
প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে, এসব আগাম ভোটের ৫৪ শতাংশ ডেমোক্রেটিক এবং ৪৫ শতাংশ রিপাবলিকানদের ঝুলিতে পড়েছে।