দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড (বিডি ফাইন্যান্স) ও ফোর্টিজ গ্রুপ কর্তৃক পরিচালিত গাজীপুরের সুপরিচিত সারাহ রিসোর্ট-এর সঙ্গে আজ মঙ্গলবার (নভেম্বর ০৩) এক এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডার্সটেন্ডিং) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বিডি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে।
বিডি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মো. কায়সার হামিদ এবং ফোর্টিজ গ্রুপ এর মহা-ব্যবস্থাপক (সেলস এন্ড রিজারভেশন) আহমেদ রাকীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।
এই এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডার্সট্যান্ডিং) চুক্তির অধীনে এখন থেকে বিডি ফাইন্যান্স-এর কর্মকর্তা ও তাদের পরিবার-পরিজন এবং কোম্পানীর গ্রাহকরা গাজীপুরে অবস্থিত সুনামধন্য ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সারাহ রিসোর্টে শনিবার থেকে বৃহষ্পতি ২৫% এবং শুক্রবার ১৫% বিশেষ ডিসকাউন্ট রেটে সেবা গ্রহণ করতে পারবে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সারাহ রিসোর্টের হেড অব বিজনেস ডেভলপমেন্ট মাহীরা হাবিব, মো. ইসমাইল হোসেইন,ব্যবস্থাপক-সেলস্ এন্ড মার্কেটিং এবং বিডি ফাইন্যন্স-এর সিএফও সাজ্জাদুর রহমান ভুইয়া,হেড অব ওয়েল্থ মেরেনজমেন্ট মোহাম্মদ আবু ওবায়েদ, হেড অব আইটি বুদ্ধদেব সরকার,হেড অব এইচআর আহাসানুজ্জামান সুজন, কোম্পানী সেক্রেটারী মুন্সি আবু নাঈম, ও হেড অব এডমিন মো. ইমরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



















