ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৩:০২ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত

কুষ্টিয়ায় ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

অ্যাম্বুলন্সটি প্রতিবন্ধীদের নিয়ে পাবনা থেকে যশোরে যাচ্ছিল। হতাহতদের নাম ও ঠিকানা এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রাকটি আটক করেছে। অ্যাম্বুলেন্সটি ট্রাকের মুখে গেঁথে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এঘটনার পর দীর্ঘ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সেখানে সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে।

পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি বিএডিসির সরকারি বীজ পরিবহনকারী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন