ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

নতুন নেতৃত্ব পেলো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ

নানা জটিলতা কাটিয়ে অবশেষে নতুন নেতৃত্বে পেলো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। এরআগে প্রায় গত তিন দশক ধরে সংগঠনটি পরিচালনা করে আসছিলেন সিলেটের বর্ষীয়ান মুরব্বি রাগীব আলী সভাপতি ও ওয়েছুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক।

শনিবার ঢাকাস্থ রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৪৩ টি পদের মধ্যে সভাপতি পদে ড. আহমদ আল কবির ও সাধারণ সম্পাদক পদে সেলিম চৌধুরীসহ মোট ৩৯ টি পদে কবির-সেলিম প্যানেল বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে একজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। তবে নির্বাহী সদস্যের ৩টি পদ এখনো শূন্য।

সভাপতি কবির, সেলিম সম্পাদক : নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভাপতি: ড. আহমদ আল কবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, এড. জসিম উদ্দিন আহমেদ, মো. এহছানে এলাহী, ইমাম মেহেদী চৌধুরী এনাম, কাজী তোফায়েল আহমেদ, এড. আব্দুল মোনেম চৌধুরী, আফম সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, চৌধুরী আসমা খানম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সেলিম খান, মো. ছাইফুল ইসলাম, এম এইচ শাহজাহান আখন্দ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল জাবির, সহ-অর্থ সম্পাদক মাহবুব মোর্শেদ ইমন, দপ্তর সম্পাদক কাজী মামুন হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রব, আন্তর্জাতিক সম্পাদক মো. নিজাম খান, সমাজসেবা সম্পাদক মো. মোখলেছুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ মো. জমির আলী, সাংস্কৃতিক সম্পাদক রিপন কবির লস্কর, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার জেনী, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সোহান মিয়া (সোহাগ), ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, শ্রম সম্পাদক আনহার আহমেদ সমসাদ, কৃষি সম্পাদক মো. রাশেদ নিজাম চৌধুরী সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউর রহমান, এম এ কাদির, মো. আলতাফুর রহমান, প্রকৌশলী তাহমিনা রহমান, মো. আব্দুস সামাদ, মো. খালেদ আহমেদ, মো. সারোয়ার খান ফারুক, হাজী মোঃ ফিরোজ মিয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ