ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

বিডি ফাইন্যান্সের আয়োজনে সম্পন্ন হল স্কেলিং আপ বুট ক্যাম্প-২০২০

বাংলাদেশ শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোরমধ্যে অন্যতম বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ডইন ভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) ১৫ ই অক্টোবর, ২০২০ গাজীপুরের সারাহ রিসোর্টে “স্কেলিং আপ বুট ক্যাম্প -২০২০” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

এই ইভেন্টেরমূল লক্ষ্য হল, দেশের অন্যান্য এনবিএফআই গুলোরমধ্যে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসাবে‘বিডি ফাইন্যান্স’ কে গড়ে তোলার লক্ষ্যেএকটি রোডম্যাপ তৈরি করা যাতে করে ভবিষ্যতে বিডি ফাইন্যান্স অন্যদের কাছে এশটি ‘কেস স্টাডি’হিসাবে বিবেচিত হয়।

বিডি ফাইন্যান্সের ভাইস চেয়ারম্যান জনাব ইকবাল ইউ আহমেদ ভিডিও কলের মাধ্যমে অধিবেশনটির উদ্বোধন করেন এবং বিডিফাইন্যান্সের চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন তার সমাপনী বক্তব্য প্রদান করেন। মূল বক্তা হিসেবে সম্পূর্ণ অধিবেশনটি পরিচালনা করেন বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহী জনাব মোঃ কায়সার হামিদ। অধিবেশনটিতে ব্যবসায়িক কৌশল এবং পাঁচ বছরের রোডম্যাপ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিডি ফাইন্যান্সের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং সকল বিভাগের প্রধানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন