ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

আইএইচআরসির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হাশেম রাজু, অ্যাম্বাসেডর ড. মিজানুর রহমান

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে এম এ হাশেম রাজুকে। এছাড়া সংস্থার অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে।

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবার্গ ডেনমার্ক হতে আইএচআরসির মহাসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এম এ হাশেম রাজুকে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও ড. মো. মিজানুর রহমানকে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়া হয়।

এম এ হাশেম রাজু দীর্ঘদিন যাবত পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতিরও দায়িত্বে রয়েছেন। স্বাধীনভাবে মত প্রকাশের সংগ্রামের একজন লড়াকু সৈনিক তিনি। একইসঙ্গে তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত কর্মী হিসেবে নিয়োজিত।

অন্যদিকে অধ্যাপক ড. মিজানুর রহমান অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথিতযশা শিক্ষাবিদ হিসেবে তিনি সুপরিচিত।

আইএইচআরসির নবনিযুক্ত বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু বলেন, গোটা বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশেরও প্রতিটি কাঠামো আক্রান্ত। বাংলাদেশ স্বাধীন হয়েছিল মৌলিক অধিকার রক্ষাসহ সুশাসন বাস্তবায়নের জন্য। আমরা মূলত এগুলো সামনে রেখে কাজ করতে চাই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন