ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ মিনিটে উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃতরা হল- মা আরিজা খাতুন (৩২), তার মেয়ে আখলিমা আকতার আখি (১০) ও ছেলে আরাফাত আহমেদ (০৪)।
এ ঘটনায় মৃত আরিজার স্বামী আকবর আলী পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমনটি ঘটতে পারে।

জনা যায়, ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকবর আলী (৩৪) ও একই গ্রামের আরিজা খাতুনের এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার ছিলো। আকবর পেশায় একজন ফেরিওয়ালা। আগের দিন বুধবার সন্ধ্যায় আকবর তার পিতাকে কিছু টাকা দেবে মর্মে স্ত্রী আরিজার সাথে ঝগড়া হলে স্ত্রী আরিজা বাড়ি ছেড়ে যাবার কথা বলে।
বৃহস্পতিবার সকালে স্ত্রী সন্তানকে পাশে না পেয়ে ফেরিওয়ালা আকবর খোঁজাখুঁজি শুরু করেন। সকালে আকবরের পিতা সিরাজুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার সময় বাড়ির পাশের ডোবায় তাদের লাশ দেখতে পান। পরে এলাকাবাসির সহযোগীতায় তাদের উদ্ধার লাশ উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, একটি সাড়ে চার ফিট গভীরতার ডোবা থেকে তিনজনের মরদেহ পাওয়ার ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, অনেকদিন থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমনটি ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মৃত আরিজার স্বামী আকবর আলী পুলিশি হেফাজতে রয়েছে।