একাত্তর টিভিকে বয়কটের আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।
আজহারী বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়ে এই আহ্বান জানান।

একাত্তর টিভির বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মিজানুর রহমান আজহারী বলেন- “সংকটে, সংবাদে, সংযোগে— সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবী।
তাই, একাত্তর টিভিকে বয়কট করুন।
আমি করেছি, আপনারাও করুন।”
দেখা গেছে, তার ঐ পোস্টে অনেকেই সহমত পোষণ করে মন্তব্য করেছেন। রসয়াত ফেরদৌস নামের একজন তাতে মন্তব্য করেছেন, “কোন প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষ মানুষ বয়কট করুন পোস্ট দিচ্ছে। তাতে করে ওই প্রতিষ্ঠানের কিছু হোক বা না হোক কিন্তু জনমনে ওই প্রতিষ্ঠানকে ধুয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জা ঘৃনা অপমানের আর কি হতে পারে ওই প্রতিষ্ঠানের জন্য? জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ওদের।”
এছাড়াও অনেকেই একাত্তর টিভিকে ‘ইসলাম বিদ্বেষী প্রচার মাধ্যমে’ হিসেবে মন্তব্য করে এই স্যাটেলাইট টিভি চ্যানেলটিকে বয়কটের আহ্বান জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
