ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

নতুন প্রকল্পে বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য প্রায় সাড়ে ১৪ কোটি টাকা অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি কার্গুটেড প্যাকেজিংয়ের অটোমেশন লাইন ফিনিশিংয়ের জন্য যন্ত্রপাতি সংগ্রহ এবং সিভিল কনস্ট্রাকশন করবে। এ কারণে কোম্পানিট ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করবে।

এর মাধ্যমে বিভিন্ন প্রিন্টিং ব্রেকডাউন এবং পণ্যের আকারের সাথে মোট উৎপাদন ক্ষমতা ব্যবহারের সক্ষমতা বাড়িয়ে তুলবে।

কোম্পানিটি আরও জানায়, অটোমেশনের পরে পণ্য উৎপাদনের বিদ্যমান সক্ষমতা থেকে ১৫ শতাংশ বেড়ে যাবে। প্রতি বছর ৩০ লাখ পিছ কার্টুন বক্স উৎপাদন করা যাবে। এর মাধ্যমে কোম্পানিটি বছরে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আয় করবে।

এই প্রকল্পে কোম্পানিটি ব্যাংক ঋণ এবং নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন