ফরহাদ বিন নূর:
মাত্র ক’দিন আগেও জরিমানার কবলে পড়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ‘এসিআই লিমিটেড’। এর মধ্যেই আবারও স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এসিআই -কে ১ কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) রাতে এসিআই এর মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।
গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায় স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে।
সম্প্রতি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন সুরক্ষা সামগ্রীর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
জানা যায়, মিথানলে তৈরি স্যানিটাইজারে ভাইরাস মরে ঠিকই, তবে এর ব্যবহারে ত্বকের ক্ষতি হয়। বাড়তি মুনাফার আশায় এসিআই জেনেশুনে ক্ষতিকর মিথানলে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছিল বলে মনে করছে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, এর আগে গত ৫ অক্টোবর মেয়াদোত্তীর্ণ চা বাজারজাত করায় এসিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান টেটলী এসিআই লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল র্যাব।