ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) চালু করলো সিটি ব্যাংক

দেশে প্রথমবারের মতো রিয়েল টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (আরসিডিএম) চালু করলো সিটি ব্যাংক। ফলে সিটি ব্যাংকের আরসিডিএম-এর মাধ্যমে জমা দেয়া অর্থ তাৎক্ষণিকভাবে যোগ হবে গ্রাহকের হিসাবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে প্রচলিত সিডিএম-এ ব্যাংকের গ্রাহকেরা দিনরাত টাকা জমা করতে পারলেও সেই টাকা ব্যাংক হিসাবে কিংবা কার্ডে যোগ হয় দিনের নির্ধারিত সময়ে। কিন্তু সিটি ব্যাংকের আরসিডিএম-এর মাধ্যমে জমা দেয়া অর্থ তাৎক্ষণিকভাবে যোগ হবে ব্যাংক হিসাবে এবং কার্ডের বিলও এই পদ্ধতিতে প্রদান করা যাবে।

আরসিডিএম-এর মাধ্যমে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা নিজে অথবা বাহকের মাধ্যমে কার্ড ব্যবহার না করে মোবাইল অ্যাপ থেকে কোড নিয়েও দিনের ২৪ ঘণ্টা সপ্তাহের ৭ দিন টাকা জমা দিতে পারবেন। ব্যাংক শাখায় জমা দেয়ার মতোই এই ডিজিটাল সেবার মাধ্যমে টাকা মেশিনে জমা দেয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে বার্তা চলে যাবে।

প্রতি লেনদেনে কমপক্ষে ১০০ টাকার নোট গ্রহণ করবে আরসিডিএম। নোটের নম্বরও যাচাই হবে ডিজিটাল পদ্ধতিতে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে চারটি আরসিডিএম বসানো হয়েছে। অদূর ভবিষ্যতে এই সুবিধার আওতা আরও বাড়ানো হবে।

সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউ শাখায় এই অত্যাধুনিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাসরুর আরেফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডিএমডি মো. মাহবুবুর রহমান এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরূপ হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ