যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য ভারতীয় রাইডশেয়ারিং কোম্পানি ওলার লাইসেন্স বাতিল করেছে লন্ডন গণপরিবহণ কর্তৃপক্ষ (টিএফএল)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপটি উপযুক্ত ও যথাযথ ছিল না এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।
লন্ডন পরিবহণ কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে বলেছে, তারা ওলার অনুমোদন দিতে অপারগ। এটি জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অ্যাপটির বেশ কয়েকটি ব্যর্থতা চিহ্নিত করার পরে এটিকে চালু রাখা উপযুক্ত ও যথাযথ হবে না।

এদিকে লন্ডনে নিজেদের অপারেটিং লাইসেন্স পুনরুদ্ধারে উবারের আইনি সাফল্যের পর লন্ডনের পরিবহণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়। যাত্রী সুরক্ষার কারণ দর্শিয়ে উবারের লাইসেন্স বাতিলের পর কোম্পানিটি আদালতের শরণাপন্ন হলে বিচারক কর্তৃক প্রতিষ্ঠানটিকে উপযুক্ত ও যথাযথ অপারেটর হিসেবে ঘোষণা করা হয়। টিএফএলের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা ওলার পরিচালন ব্যবস্থাসংক্রান্ত বেশ কয়েকটি ব্যর্থতা আবিষ্কার করেছে, যার মধ্যে রয়েছে লাইন্সেন্সিং প্রক্রিয়ার অব্যবস্থাপনা। ফলে লাইসেন্সবিহীন গাড়ি ও কোনো ধরনের লাইসেন্স নেই এমন চালকরা এক হাজারেরও বেশি ট্রিপ চালিয়েছেন। তাছাড়া লাইসেন্সবিহীন গাড়ি ও চালকদের বিষয়টি শনাক্তের পর ওলার পক্ষ থেকে টিএফএলকে তা অবগত না করারও অভিযোগ রয়েছে। তবে আপিলের পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রতিষ্ঠানটি অবশ্য তাদের কর্মকান্ড চালিয়ে যেতে পারে বলে জানানো হয়। যদিও টিএফএলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ওলার হাতে ২১ দিন সময় ছিল। ওলার পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পর্যালোচনার সময়কালে তার টিএফএলের সঙ্গে আলোচনা চালিয়েছে এবং উত্থাপিত সমস্যাগুলো প্রশস্ত ও স্বচ্ছভাবে সমাধানের চেষ্টা করেছে। এ অবস্থায় তারা আবেদন করার সুযোগ নেবে এবং স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাবে।
বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ওলা চলতি বছরের ফেব্রম্নয়ারিতে লন্ডনের ট্যাক্সি বাজারে প্রবেশ করে। যদিও উবার, ফ্রিনাউ ও বোল্টের মতো রাইডশেয়ারিং অ্যাপগুলোর আধিপত্যের কারণে সাধারণ কৃষ্ণাঙ্গ ক্যাবচালকদের জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে বলে কিছুদিন আগে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করে। রয়টার্স
