বড় শোকের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট। শনিবার রাস্তার পাশে বোমা বিস্ফোরণে দেশটির আন্তর্জাতিক এক ক্রিকেট আম্পায়ারের মৃত্যু হয়েছে। অন্য দিকে গত শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ওপেনিং ব্যাটসম্যান নাজিবুল্লাহ তারাকাইয়ের অবস্থা এখনো গুরুতর।
আফগানিস্তানের সংবাদমাধ্যমে খবর, শনিবার বিকেলে পূর্বাঞ্চল নানগরহার প্রদেশের ঘানিখিল জেলার সরকারি দপ্তরের পাশে গাড়িতে বোমা বিস্ফোরণে আম্পায়ার শিনওয়ারিসহ ১৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

শিনওয়ারি ছয়টি ওয়ানডে এবং ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়া ৩৬ বছর বয়সী এই আফগান আম্পায়ার ২০১৭ সালে দেশটির ঘরোয়া গাজী আমানউল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে এবং ২০১৭-১৮ মৌসুমে শাহ আবদালি চার দিনের ম্যাচের টুর্নামেন্টে আম্পায়ারিং করেন।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় আহত হওয়া আফগান দলের ব্যাটসম্যান তারাকায়ের অবস্থা এখনও গুরুতর বলে সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে। শুক্রবার পূর্ব নানগারহারে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ক্রিকবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরাহিমজাই বলেছেন, ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে এখনও আইসিইউতে রাখা হয়েছে।

তারেকজাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৪ সালের মার্চে। এখন পর্যন্ত আফগানিস্তান দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন তিনি।