দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মাল্টিপারপাস হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত বছর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস আইওএসসিও)-এর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি (এপিআরসি)-তে প্রথমবারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি গত বছর ১৭ অক্টোবর ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) এর ভাইস চেয়ার পদে দায়িত্ব গ্রহণ করেন। মরক্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) ৪৭ তম বার্ষিক সভায় অংশগ্রহণ এর মাধ্যমে পূর্বের কমিটি থেকে ২০২২-২৪ সাল সময়কালের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন। সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে সহসভাপতির পদ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠা পাওয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)-এর বর্তমান সদস্য সংখ্যা ২৩৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৩ সাল থেকে আইওএসসিও -এর সর্বোচ্চ মান ‘এ’ শ্রেণী’র সদস্য হিসেবে রয়েছে। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এর ৪ টি আঞ্চলিক কমিটির মধ্যে Asia এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটি (এপিআরসি অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।
