ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:২০ অপরাহ্ন

মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ মোট ৩৭ জনের ৩২ জনই মারা গেল।

শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ কথা জানান।

তিনি বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার সকাল পৌনে ৮টার দিকে আবদুল আজিজের মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ ছিল।’

আবদুল আজিজের ভাতিজা রমজান হোসেন জানান, মৃতের বাড়ি শরীয়তপুর নড়িয়ার বদেরশ্বর বাজার এলাকায়। বাবার নাম মনু মিয়া। থাকতেন নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায়। দুই সন্তানের জনক তিনি। মসজিদটির পাশেই তার লন্ড্রি দোকান রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার আগ মুহূর্তে দোকান থেকে নামাজ পড়তে মসজিদে যান চাচা আবদুল আজিজ। এরপরই দুর্ঘটনার শিকার হন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি ও সিটি করপোরেশন থেকে পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন