ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন

সপ্তাহের শেষ দিনেও ইতিবাচক প্রবণতায় লেনদেন ছিলো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ দিনে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল এ সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার শুরু থেকে উত্থানপতনের মধ্যে লেনদেন চলতে থাকে, তবে শেষ সময়ে বাজারের উত্থান দেখা যায়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১১ দশমিক ২৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক শূন্য আট পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে এক হাজার ১৫৮ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে এক হাজার ৭৪০ দশমিক ২৩ পয়েন্টে স্থির হয়।

গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২৪ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭৭ কোটি ৯৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৫৩ কোটি ৪৩ লাখ চার হাজার টাকার। এদিন ৩৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪০২টি শেয়ার এক লাখ ৯৫ হাজার ৫৪৬ বার হাতবদল হয়।

এদিন মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৯০টির এবং কমেছে ১১৭টির। বাকি ৪৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৬১৭ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৭৮ হাজার ৯৪১ কোটি ৯৭ লাখ ছয় হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৫৫ কোটি ৩৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৪৪ কোটি ৪৭ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৫০ পয়সা কমেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৪২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে থাকা ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৯ কোটি ৪০ লাখ ১০ হাজার, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২৭ কোটি ৪২ লাখ ৭৯ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের ২৮ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার, ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২২ কোটি ৫ লাখ ১২ হাজার, গ্রামীণফোন লিমিটেডের ১৬ কোটি ৬৬ হাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ২০ লাখ ১৮ হাজার শেয়ার লেনদেন হয়।

৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ দশমিক ৯৭ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৭ দশমিক ৯২ শতাংশ, ন্যাশনাল পলিমার লিমিটেডের ৭ দশমিক ৬৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৫৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৫৩ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ছয় দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫৩ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ বেড়ে আট হাজার ৬০২ দশমিক ৫৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০০ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ হাজার ২৯৫ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৮৩টির এবং ৪৩টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৯৪০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৭৫৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ লাখ ৮০ হাজার ১৮৬ টাকা।

সিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির তিন কোটি আট লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের দুই কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কোটি ৭৪ লাখ ৬০ হাজার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক কোটি তিন লাখ ৪০ হাজার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬৬ লাখ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৫৭ লাখ ৯০ হাজার, এডিএন টেলিকম লিমিটেডের ৫৫ লাখ ৩০ হাজার, ফু-ওয়াং ফুড লিমিটেডের ৫০ লাখ ৫০ হাজার, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৮ লাখ ৪০ হাজার এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৪৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন